ম্যানইউর জয়, চেলসির ড্র
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে হোসে মরিনহোর দল চেলসি। তারা গোলশূন্য ড্র করেছে স্যান্ডারল্যান্ডের সঙ্গে। তবে হাল সিটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির পয়েন্টে ভাগ বসিয়েছে স্যান্ডারল্যান্ড। দুরন্ত ফর্মে থাকা চেলসির বিপক্ষে ড্র করেছে তারা। দুই অর্ধ মিলেও জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল।তবে দারুণ জয় পেয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা ৩-০ গোলে জিতেছে হাল সিটির বিপক্ষে। একটি করে গোল করেছেন ওয়েন রুনি, স্মলিং ও রবিন ফন পার্সি।এ ছাড়া লিভারপুল ১-০ গোলে স্টোক সিটিকে এবং ওয়েস্টহাম একই ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। আর ১-১ গোলে ড্র হয়েছে সোয়ানসি সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ।