সমকামী ছিলেন শেক্সপিয়ার!
ডেস্ক রিপোর্টঃ বিশ্বের খ্যাতনামা গবেষকদের কাছে আরেকবার কৌতুহলের বিষয় হয়ে দেখা দিলো উইলিয়াম সেক্সপিয়ারের যৌন জীবন।লন্ডনের ইউনির্ভাসিটি কলেজ পরিদর্শন কালে স্যার বিরেন ভিকারস বলেন, শেক্সপিয়ারের যৌন জীবন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা যেতে পারে।এর আগে লন্ডনের ডেইলি স্টার পত্রিকায় বলা হয়, শেক্সপিয়র সমকামী ছিলেন এবং তার সনেটে এ বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন
এদিকে শেক্সপিয়ার ইংল্যান্ডের একদল গবেষকের দাবি, শেক্সপিয়রের কোনো বইতে তার সমকামিতার প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয়, যৌন জীবনে শেক্সপিয়রের যৌন আকর্ষণ সম্পকেও কোনো ধারণা মেলেনি।গবেষক আরথুর ফ্রিম্যান বলেন, শেক্সপিয়রের লেখায় সমকামিতা এমনকি বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহের কথাও প্রকাশ পায়নি। বরং এমন শেক্সপিয়রের যৌন জীবন নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করায় সম্পাদকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করেন আরথুর।উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে অ্যানি হ্যাটহাওয়েকে বিয়ে করেন শেক্সপিয়র এবং তাদের তিনটি সন্তান রয়েছে।