লোগোতে পরিবর্তন এনেছে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যাংক ‘ন্যাশনাল ব্যাংক অব আবুধাবি’ এর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায় রিয়াল মাদ্রিদ তাদের লোগোতে পরিবর্তন এনেছে। আগে রিয়াল মাদ্রিদের লোগোর উপর ‘ক্রুশ’ চিহ্ন ছিল। কিন্তু বর্তমানে সেই ক্রুশটি আর নেই।
ধারণা করা হচ্ছে, পেট্রো ডলার হজম করতেই রিয়াল এই পরিবর্তন এনেছে। তা ছাড়া মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে রিয়ালকে জনপ্রিয় করে তুলতেও এই পরিকল্পনা নেয়া হতে পারে। তবে রিয়ালের পরিবর্তিত এই লোগো কেবল মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ব্যবহৃত হবে। এ ছাড়া অন্যান্য জায়গায় রিয়ালের আগের লোগোই ব্যবহৃত হবে।