সূচক উর্ধ্বমুখী
অর্থনৈতিক প্রতিবেদকঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১ ডিসেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা, যমুনা অয়েল, বিডি থাই, খান ব্রাদার্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট।লেনদেন হয়েছে মোট ৩৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৬৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়ায়।স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ০৯টির দাম।লেনদেন হয় মোট ২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।