রেগুলেশন আইন ২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদকঃ এনজিওগুলোর নিবন্ধনের বাধ্যবাধকতা রেখে ‘বৈদেশিক অনুদান রেগুলেশন আইন, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে একটি মাদার অ্যাকাউন্ট থাকতে হবে।
এদিকে, সুপ্রীম কোর্ট, হাই কোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিদের পেনশনের বাধ্যতামূলক সমর্পণের আনুতোষিকের হার বাড়িয়ে একটি আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বৈঠকে এ সংক্রান্ত ‘দ্য সুপ্রীম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলিজেস) অর্ডিনেন্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৪’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।এছাড়াও বৈঠকে দশম জাতীয় সংসদের ২০১৫ সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়া পর্যবেক্ষণ সাপেক্ষে অনুমোদন করা হয়।