বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা 

ডেস্ক রিপোর্টঃ  অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ পত্রিকাটি বন্ধ ঘোষণা করায় কর্মরত সংবাদকর্মীরা বিপাকে পড়েছেন।রোববার পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। সোমবার সকালে বর্তমান অফিসে প্রবেশের আগেই লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা নোটিশ চোখে পড়ে। অফিস তালাবদ্ধ। আর নোটিশে লেখা রয়েছে ‘দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।’নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাটির এক সংবাদকর্মী বলেন, ‘রাতের আঁধারে পত্রিকা বন্ধ করে মালিকপক্ষ ঠিক করেনি। আমাদের তিন মাসের বেতন বকেয়া আছে। bortoman

আমরা সাংবাদিকরা সবার অধিকার নিয়ে কথা বলি, সংবাদ লিখি। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ সোচ্চার নন। মনে হচ্ছে, আমাদের কোনো অভিবাবক নেই।’পত্রিকার কয়েকজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, রবিবার অফিস ত্যাগ করার আগে পত্রিকাটির ডেপুটি এডিটর দুলাল আহমদ চৌধুরী শারীরিক অসুস্থতার কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেন। এর পর সোমবার সকালেই পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়।তারা জানান, দুলাল আহমদ চৌধুরী রবিবার রাতেই মালয়েশিয়া গেছেন।

পত্রিকাটি বন্ধের প্রসঙ্গে কথা বলতে দুলাল আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান শিপলু পত্রিকাটি বন্ধের বিষয়ে বলেন, ‘রবিবার রাতেই পত্রিকা বন্ধের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না।’ তিনি আরও জানান, গত রাতে দুলাল আহমদ চৌধুরী মালয়েশিয়া গেছেন। এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচি।
দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক আনোয়ারুল করীম রাজু বলেন, দুলাল আহমদ চৌধুরী দেশের বাইরে গেছেন। তবে কোন দেশে গেছেন, সে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone