বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিধ্বস্ত জিম্বাবুয়ে!

বিধ্বস্ত জিম্বাবুয়ে! 

 স্পোর্টস ডেস্কঃ  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পঞ্চম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়িয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে পারেনি তার সতীর্থরা।বাংলাদেশের অভিষিক্ত বোলার তাইজুল এবং সাকিব ও জুবায়েরের বিধ্বংসী বোলিংয়ে ৩০ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বল হাতে তাইজুল ৭ ওভারে ২ মেডেনসহ ১১ রানে ৪টি, সাকিব ৩টি ও জুবায়ের ২টি উইকেট নেন। বাংলাদেশের এই তিন স্পিনারই জিম্বাবুয়ের ১০টি উইকেটের ৯টি নেন। একটি নেন মাশরাফি। Zimbabwe2

ব্যাট করতে নেমে মাশরাফির করা পঞ্চম ওভারের পঞ্চম বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন সিকান্দার রাজা (৯)। ১৭.৪ ওভারে জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে যান মাসাকাদজা (৫২)। আউট হওয়ার আগে তিনি ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক তুলে নেন।

২০.২ ওভারে সাকিবের বলে বোল্ড আউট হন ব্রেন্ডন টেলর। ২২.৫ ওভারে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন ভুসিমুজি সিবান্দা (৩৭)। ২৫.২ ওভারে জুবায়েরের বলে মারুমা (১) আউট হন। এরপর ২৬তম ওভারের প্রথম ও শেষ বলে দুই উইকেট নেন তাইজুল ইসলাম। মেডেন ওভারে তিনি ফেরান সলোমান মায়ার ও পানিয়াঙ্গারাকে।২৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আরো দুটি উইকেট নেন তাইজুল। পাশাপাশি ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিকসহ চার উইকেট নেন এই তরুণ স্পিনার। জিম্বাবুয়ের ইনিংসে শেষ আঘাতটি হানেন সাকিব আল হাসান। ৩০তম ওভারের শেষ বলে সাকিব বোল্ড করেন কামুনগোজিকে।

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম দুটি ওয়ানডে ও পরে ঢাকায় অনুষ্ঠিত দুটি ওয়ানডে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ জিতলে টেস্টের পরে ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হবে সফরকারী জিম্বাবুয়ে।বাংলাদেশের হয়ে আজ অভিষেক হতে যাচ্ছে সৌম্য সরকারের। রুবেল হোসেন ও ইমরুল কায়েস দলে নেই। তাইজুল ইসলাম ডাক পেয়েছেন শেষ ওয়ানডেতে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবুল হাসান, মাশরাফি মুর্তজা (অধি:), তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা, হ্যামিলটন মাসাকাদজা, সিবান্দা, টেলর, চিগুম্বুরা (অধি:), সলোমান মায়ার, মারুমা, পানিয়াঙ্গারা, চাতারা, নিয়ুম্বু ও কামুনগোজি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone