ভারতের জন্য বিশেষ ছক রয়েছে আইএসআইএসের
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের জন্য বিশেষ ছক রয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএসের। বয়ানে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ধৃত আরিব মজিদ। গোয়েন্দা সুত্রে জানা গেছে আইএসে যোগ দেওয়া ঘিরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নেই মজিদের।এই যোগ দেওয়াকে ‘ভগবানের ইচ্ছা’ বলে মানছে সে।
তার মতে বাবা-মায়ের তাকে ফেরাতে দিল্লিতে যোগাযোগ করা উচিৎ হয়নি। অন্যদিকে এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এনআইএ হেফাজতে থাকা আরিব যা বলছে তা সত্যিই আতঙ্কের। সে চিকিৎসার জন্য ফিরতে চাওয়াতেই তাকে ভারতে ফিরিয়ে আনা হলেও ঘটনাটি সাধারণ দৃষ্টিতে যেমন ধরা পড়ছে, তেমনটা নয়। যে কারণে মজিদকে ছেড়ে দেওয়ার পেছনে আইএসআইএসের কোনো রকম ছক রয়েছে বলেই সন্দেহ করছেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।