কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী
বিনোদন প্রতিবেদক : আবারও কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। গত ২৭ নভেম্বর, সকাল ৯টায় নিউ ইয়র্কের এলমহার্টস হাসপাতালে শ্রাবন্তী দ্বিতীয় সন্তানের জন্ম দেন। এখন মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে
।
শ্রাবন্তী তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে ৩০ নভেম্বর, দিবাগত রাতে এ সংবাদটি স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেন। স্বামীকে উদ্দেশ্য করে শ্রাবন্তী লিখেছেন- ‘দুই মেয়ের বাবা..আলহামদুল্লিাহ। অভিনন্দন খোরশেদ আলম।’
চলতি ব্ছরের জুন মাসে সন্তান সম্ভবা হয়ে আমেরিকায় যান শ্রাবন্তী। এরপর থেকে সেখানেই তিনি অবস্থান করছেন। শ্রাবন্তীর স্বামী এনটিভির জেনারেল ম্যানেজার খোরশেদ আলম এখন শ্রাবন্তীর কাছেই আছেন।