বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জেনেরিয়োতে গণ-বিয়ে

জেনেরিয়োতে গণ-বিয়ে 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  ব্রাজিলের রিও ডি জেনেরিয়োতে রবিবার গণ-বিয়ে অনুষ্ঠিত হয়। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের কাছের একটি হলে এক সঙ্গে মোট ১ হাজার ৯৬০ জোড়া নারী-পুরুষ পরিণয় সূত্রে আবদ্ধ হন।বিরাট এই আয়োজনে বর-কনের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন এবং বিচারক, এক ক্যাথলিক যাজকসহ ১২ হাজার মানুষ অংশ নেন।biye
লাইসেন্স ও ভোজসভার আয়োজনের সামর্থ নেই বলে যারা বিয়ে করতে পারছেন তা তাদের জন্যই কর্তৃপক্ষ ‘আই ডু ডে’নামের এই গণ-বিয়ের আয়োজন করে।এই স্থানটিতে সাধারণত বড় ধরনের কনসার্টের (সঙ্গীত অনুষ্ঠান) আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাম্বা তারকা ডুডু নোবরে সাম্বা পরিবেশ করেন। বর-কনের বন্ধুরা এতে অংশ নেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone