বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » দ্বিতীয় দফায় ভোট হচ্ছে জম্মু-কাশ্মীর

দ্বিতীয় দফায় ভোট হচ্ছে জম্মু-কাশ্মীর 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  প্রথম দফায় রেকর্ড ভোটদান পর্বের পর আজ জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দফার বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোট ঝাড়খণ্ডে। কাশ্মীরে দুটি এবং জম্মুর তিনটি জেলা মিলিয়ে ভোট হচ্ছে ১৮টি আসনে। ছত্তিসগড়ে মোট ২০টি আসনে ভোট নেওয়া হচ্ছে।

জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ১৭৫ জন প্রার্থীর। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকারের মন্ত্রী সাকিনা ইট্টো। বিশেষ নজর থাকছে উত্তর কাশ্মীরের কুপওয়ারার দিকে। বিচ্ছিন্নতাবাদী থেকে রাজনীতিক হয়ে ওঠা সাজাদ গনি লোন এই আসন থেকে এই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন। তৃতীয়বারের জন্য দেবসর বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ে ডেপুটি স্পিকার তথা পিডিপি নেতা সরতাজ মদনি। ভোটগ্রহণকে ঘিরে কয়েকগুণ বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে প্রথম দফায় রেকর্ড সংখ্যক ৭১ শতাংশ ভোট পড়েছিল।

jombu

ছত্তিসগড়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং মধু কোড়া। ভোট হচ্ছে পূর্ব-পশ্চিম সিংভূম, খুন্তি, রাঁচি, গুমলা সহ মোট সাত জেলায়। দ্বিতীয় দফায় ৩৫জন নারীসহ ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪৫ লাখ ভোটার। ভোটগ্রহণ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে সবকটি কেন্দ্রে। এর মধ্যে অধিকাংশই মাওবাদী প্রভাবিত আদিবাসী এলাকা হওয়ায় সতর্ক প্রশাসন।

দ্বিতীয় দফায় যে ২০টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে আটটি বিজেপি, পাঁচটি জেএমএম এবং দুটি ছিল কংগ্রেসের দখলে। অন্যান্য দলগুলোর হাতে ছিল বাকি আসন।

গত ২৫ নভেম্বর প্রথম দফায় ভোটদানের হার ছিল ৬২ শতাংশ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone