কেনিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩৬
ইন্টারন্যাশনাল ডেস্কঃ কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। রেডক্রস মঙ্গলবার জানিয়েছে, প্রত্যন্ত মান্দেরা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে এবং যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার সঙ্গে বিপজ্জনক সীমান্ত এলাকার কাছে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত
বন্দুকধারীদের হামলায় এ প্রাণহানি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এর আগে সোমবার রাতে ওয়াজির শহরে পৃথক হামলার ঘটনা ঘটেছে।
শহরের একটি মদের দোকানে বন্দুকধারীরা গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়।
Posted in: আর্ন্তজাতিক