আবার সাঈদী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে সোমবারও তাকে ওই হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে পাঠানো হয়।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী শীর্ষ নিউজকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
Posted in: জাতীয়