এমআরপি পাসপোর্ট নিয়ে বিপাকে প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদকঃ স্বল্প সময়ের মধ্যে প্রায় ৭০ লাখ এমআরপি পাসপোর্ট ইস্যু করার বিষয়টি চ্যালেঞ্জিং হলেও সমস্যা হবে না বলে জানিয়েছেন লন্ডন সফররত স্বরাষ্ট্র সচিব ডক্টর মোজাম্মেল হক খান।
২০১৫ সালের ২৪শে নভেম্বরের মধ্যেই প্রায় ৭০ লাখ প্রবাসীকে বাংলাদেশ সরকারের দেয়া মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করতে হবে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে এ নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীরা।
এক বছরের মধ্যে এতো সংখ্যক পাসপোর্ট ইস্যু করা বাংলাদেশের সরকারের জন্যও অন্যতম চ্যালেঞ্জ। আর এর উপর নির্ভর করছে লাখো প্রবাসীর ভাগ্য।
মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক প্রবাসীকে নতুন পাসপোর্ট দিতে সরকারকে হিমশিম খেতে হবে না বলে মনে করেন লন্ডন সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোজাম্মেল হক খান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোজাম্মেল হক খান বলেন, ‘আমি মনে করি আমাদের এ সময়ের মধ্যে ১ কোটিরও বেশি পাসপোর্ট তৈরি করতে হবে।’
এটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের একটি অংশ বলেও মনে করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোজাম্মেল হক খান বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার দাবিটিই হচ্ছে এমআরপি। আর এটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের একটি অংশ।’
এ ছাড়া প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোজাম্মেল হক খান বলেন, ‘প্রবাসীদের বিনিয়োগের ব্যাপারেও আমরা প্রয়োজনীয় সহায়তা দেবো।’