বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » আবার একসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়া

আবার একসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়া 

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার পরিবর্তে বলিউডে এখন পুরোনো হিন্দি সিনেমার রিমেকের ট্রেন্ড চলছে। আর এই রিমেকে বারবার অভিনয়ের ক্ষমতার পরীক্ষা দিচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। ডন, দেবদাস এরপর এবার চলতি কা নাম গাড়ি সিনেমার রিমেকে দেখা যাবে কিং খানকে।aisharai

চলতি কা নাম গাড়ি সিনেমায় শাহরুখ খান এবার কিশোর কুমারের আপনভোলা চরিত্র ফুটিয়ে তুলবেন। সঙ্গে দেবদাস সিনেমার রসায়নের কথা মাথায় রেখে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নেওয়া পরিকল্পনা করা হয়েছে। সিংহাম পরিচালক রোহিত শেঠি পঞ্চাশের দশকের এই সিনেমাটির রিমেক বানাতে চলেছেন।   ১৯৫৮ সালে মুক্তি পাওয়া চলতি কা নাম গাড়ি সিনেমাটিতে অভিনয় করেছিলেন সে সময়ের জনপ্রিয় জুটি কিশোর কুমার ও মধুবালা। এবার সেই জুটির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে ময়দানে নামছেন শাহরুখ-ঐশ্বরিয়া জুটি।   তবে জানা গেছে, এই সিনেমাটির জন্য মধুবালার চরিত্রে রোহিতের প্রথম পছন্দ ছিল কাজল। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় এই সিনেমাটি করতে রাজি হননি কাজল। তাই পরে পরিচালক অভিষেক ঘরণীকেই এই চরিত্রের জন্য প্রস্তাব দেন।   আপাতত ঐশ্বরিয়া এখন বলিউডে তার কামব্যক ছবি জসবা-এর শুটিংয়ে ব্যস্ত আছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone