দুই বোনের হাতে শায়েস্তা হয়েছে তিন টিজার
ডেস্ক রিপোর্ট : হরিয়ানায় দুই বোনের হাতে শায়েস্তা হয়েছে তিন টিজার। হরিয়ানার রোহতকে বাসভর্তি লোকের সামনেই দুই বোনের সঙ্গে ক্রমাগত অশালীন আচরণ করছিলেন তিন যুবক। কিন্তু কেউ `দেখেও না দেখার ভান` করে এড়িয়ে যাচ্ছিলেন ব্যাপারটি। পরে ওই দুই তরুণীর হাতেই জব্দ হয়ে হাজতে স্থান পেয়েছে অভিযুক্তরা।
কী হয়েছিল সে দিন? দুই বোন আরতি আর পূজা বাসে করে রোহতক থেকে সোনি পাতে যাচ্ছিল। সে সময় বাসের মধ্যেই তিন যুবক তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে। তাদের পাশে বসা এক গর্ভবতী মহিলার প্রতিও উড়ে আসছিল অশ্লীল মন্তব্য। তখন বাসে বসা অনেকে মুচকি হেসেছেন। অনেকে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে ছিলেন। পরে ওই দুই তরুণী নিজেরাই এর প্রতিবাদ করে ওঠেন। ওই যুবকরাও চড়াও হয় তাদের ওপর। এমনকি তাদের হাতের মোবাইল কেড়ে বাস থেকে ছুঁড়েও ফেলে দেয় ওই তিন যুবক। কিন্তু সমস্ত ঘটনা দেখা সত্ত্বেও বাসে বসে থাকা কেউ একটা শব্দও উচ্চারণ করেননি
গোটা ঘটনাটি মোবাইলে তুলে রাখেন পাশে বসা ওই গর্ভবতী মহিলা। খানিক বাদে নির্দিষ্ট স্টপেজে নেমে যান আরতি ও পূজা। সঙ্গে ছিলেন ওই গর্ভবতী মহিলাও। এর পরই স্থানীয় থানায় গিয়ে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পাওয়ার পর দিনই গ্রেফতার হয় অভিযুক্তরা।
বাস থেকে নেমে মহিলা হেল্পলাইনে ফোন করে সাহায্যও চেয়েছিলেন তারা। কিন্তু আরতির অভিযোগ, `অপারেটর ঘটনাটি শুনে বলেন, খানিকক্ষণ বাদেই ফোন করা হবে আপনাদের। কিন্তু কোনো ফোন আসেনি।`
এদিকে হরিয়ানা সরকার এই দুই বোন ও ওই মহিলার সাহসিকতায় আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে।
আরতি ও পূজার বাবা রাজের কুমার রাজ্য সরকারি কর্মচারি। তিনি বলেন, `আমি ওদের বাবা হিসেবে গর্ব বোধ করি। বাকি মেয়েদেরও এ ভাবেই অসভ্যদের সায়েস্তা করার পরামর্শ দিচ্ছি।