আন্দোলন জোরদারে হুঁশিয়ারি হংকং প্রধানের
ডেস্ক রিপোর্ট : হংকংয়ের স্বাধীনতাকামীরা মূলত এখন কোণঠাসা। এরপরও ফের রাজপথ উত্তেজিত করতে নানা প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে রাজপথে ফের আন্দোলন জোরদারের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী।
হংকং নেতা সিওয়াই লিয়ুঙ বলেন, পুলিশ এ পর্যন্ত ধৈর্য ধরে থাকলেও এখন ‘কঠোর ব্যবস্থা’ নেবে। সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান তিনি।
গণতন্ত্রের দাবিতে দুই মাস ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বাধীনতাকামীরা। এই আন্দোলন ঘিরে সর্বশেষ সোমবার পুলিশের সঙ্গে তাদের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের কয়েক ঘণ্টা পর এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার সাংবাদিকদের হংকংপ্রধান বলেন, ‘আজ থেকে পুলিশ তাদের যথাযথ দায়িত্ব পালন করবে। তারা বেশ শক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। গতরাতে যেসব ছাত্র সরকারি ভবন দখল করতে পারেনি, তাদের ফের এ রকম চিন্তা করতে আর দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি কঠোর হবে। পুলিশের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে দেখে ভুল করবে না।’
স্বাধীনতাকামী ছাত্রদের দাবি, নিজেদের নেতা নির্বাচন করবে হংকংয়ের নাগরিকরা, বেইজিং থেকে নয়। আর এজন্য ২০১৭ সালে নির্বাচন চায় তারা। যদিও তা নাকচ করে আসছে হংকং ও চীনা সরকার।
এদিকে হংকংয়ের বিশিষ্ট এক ছাত্রনেতা জোসুয়া ওং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবিতে অন্য আরো দুইজনকে সঙ্গে নিয়ে অনশন শুরু করারও হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আজ আমাদের সামনে আর কোনো পথ খোলা না থাকায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
যদিও এর আগে দু’দফা তাদের মধ্যে আলোচনা হলেও তা ব্যর্থ হয়। তবে ছাত্রদের সঙ্গে আলোচনা হবে কি না, এমন প্রশ্নের উত্তর দেননি লিয়ুঙ।
তথ্যসূত্র : বিবিসি।