ওবামা বই কেনায় ডিসকাউন্ট দাবি করলেন!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই মেয়ে সাশা ও মালিয়াকে সঙ্গে নিয়ে গত শনিবার ওয়াশিংটনের একটি বইয়ের দোকানে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর ওবামার দাবি জেনে বিক্রেতারা যারপরনাই অবাক হলেন! তিনি বই কেনায় ডিসকাউন্ট দাবি করলেন!যুক্তরাষ্ট্রের ‘ধন্যবাদ দিবস’ উপলক্ষে ক্ষুদ্র ব্যবসার প্রসার বাড়ানোর উৎসাহ দিতেই মূলত বইয়ের দোকানে যাওয়া ওবামার
তবে তিনি যেখানে যাবেন সেখানে তাকে ঘিরে যে বাড়তি একটা আমেজ এবং ভিড় থাকবে সেটাই হয়তো স্বাভাবিক। তাই-ই হলো।তিনি যখন রাজনীতি এবং গদ্যের বইয়ের জন্য পরিচিত দোকানটিতে প্রবেশ করেন, তখন তার সঙ্গে সেলফি তুলতে সবাই যেন ব্যস্ত। একটা শিশু সেই কাজটি করতে পেরে তো মহা খুশি। সবাই যখন সেলফি তোলায় ব্যস্ত তখন এর মাঝে কেউ একজন প্রশ্ন ছুঁড়লেন, গুয়ানতানামো কারাগার বন্ধ হচ্ছে কবে? ওবামার উত্তর, আমরা কাজ করে যাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে কিনা সেটাও জিজ্ঞাসা করলেন তিনি।এরপর দোকানের ভেতরে প্রবেশ করলেন এবং বই কিনলেন। দাম দেয়ার সময় কৌতুকের সুরে ওবামা বললেন, ডিসকাউন্ট দেয়া যাবে কি? তবে বিক্রেতা ডিসকাউন্ট সত্যি দিয়েছিলেন কিনা সেটা জানা যায়নি।