গ্রেফতার সাবেক ক্রিকেটার হার্সেল গিবস
স্পোর্টস ডেস্ক : মাতাল অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্সেল গিবসকে। তার গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কাও মেরে বলেছে জানিয়েছে পুলিশ।
গিবসকে গ্রেফতার করার ব্যাপারে ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ভন উইক বলেছেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়ার পর গিবসের মামলাটির এখন তদন্ত চলছে। তাকে কোর্টে হাজির করা হবে আগামী বছরের ২৫ নভেম্বর।
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এবারই প্রথম গ্রেফতার হয়েছেন গিবস। এর আগে ২০০৮ সালে বেপোরোয়া এবং আইন লঙ্ঘণ করে গাড়ির চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০০৯ সালে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল অভিযোগটি।
৪০ বছর বয়সী গিবস সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২০১০ সালে। ক্যারিয়ারে ৯০টি টেস্ট ও ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে তার রান ১৪ হাজার। আ প্রথম প্লেয়ার হিসেবে ওয়ানডেতে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর কৃতিত্বও দেখিয়েছেন তিনি।