দলে নেই গেইল
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই ক্রিস গেইল। তার পরিবর্তে ওপেনার ডেভন স্মিথকে রাখা হয়েছে ক্যারিবীয় টেস্ট দলে।
ইনজুরির কারণেই দল থেকে বাদ পড়লেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ওয়েস্ট ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) জানায়, ‘ইনজুরির কারণে গেইলের পরিবর্তে স্মিথকে রাখা হয়েছে দলে।
সর্বশেষ সেপ্টেম্বর মাসে ক্যারিবীয় দলে খেলেছেন ক্রিস গেইল। ভারত সফরে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। পরে অবশ্য র্যাম স্ল্যাম টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলেছেন। আর সেখানে তিন ম্যাচে তাতে দুই ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন।
২০১৩ সালের জুলাইয়ে সর্বশেষ দলে ছিলেন ডেভন স্মিথ। ক্যারিবীয় প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলে দলে সুযোগ পেয়েছেন এই ওপেনার।
আগামী ১৭ তারিখ দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তিন টেস্ট, তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে ম্যাচ খেলবে এ দু’দল।