মোহাম্মদ মুরসির ১৮৮ সমর্থককে মৃত্যুদণ্ড
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মিসরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৮৮ সমর্থককে মঙ্গলবার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসির।২০১৩ সালে কায়রোর কাছে একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়। ওই ঘটনার দিনই মুরসি সমর্থকদের একটি শিবির গুঁড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় শতাধিক মুরসি সমর্থক নিহত হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৪০ জনই কারাগারে রয়েছেন।দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৩
সালের ১৪ আগস্ট কের্দাসা গ্রামে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে অন্তত ১১ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।একই দিন মিনিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে এর আগে ৫০০-এরও বেশি লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।দেশটিতে ২০১৩ সালে সেনাশাসনবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু ইসলামপন্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এখনও তা কার্যকর করা হয়নি। সর্বশেষ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে ইসলামপন্থীদের মৃত্যুদণ্ড দেওয়ার আগে গত শনিবার দেশটির একটি আদালত সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ও তার সময়কার কর্মকর্তাদের যাবজ্জীবন শাস্তি বাতিল করে খালাস দিয়েছে। তাদের এর আগে ২০১১ সালে আরব বসন্তের সময় আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাবজ্জীবন দিয়েছিল অপর একটি আদালত।এ রায়ের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চলছে। ইসলামপন্থীরা ছাড়াও বিপ্লবপন্থী দলগুলো এ আন্দোলনে যোগ দিয়েছে।প্রসঙ্গত, দেশটিতে গণআন্দোলনের মুখে ৩০ বছর ধরে শাসন করা স্বৈরশাসক হোসনি মোবারকের (৮৬) পতনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালের এপ্রিলে মুরসিকে পদচ্যুত করে ক্ষমতা নেয় সিসির নেতৃত্বধীন সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে ইসলামপন্থীদের ওপর নির্যাতন চলছে।