ফিল হিউজের শেষকৃত্য অনুষ্ঠান
স্পোর্টস ডেস্কঃ সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের শেষকৃত্য অনুষ্ঠান চলছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত ২৫ নভেম্বর মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বলের আঘাতে মাথায় গুরুতর আঘাত পাবার পর থেকেই তিনি কোমায় ছিলেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
ওইদিন বলের আঘাতে আহত হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু আহত হওয়ার পর থেকে দুদিনেও তাঁর জ্ঞান ফেরেনি.এর আগে ফিল হিউজের প্রতি সম্মান জানাতে মৃত্যুর পরের শুক্রবার তার নিজ প্রদেশ নিউ সাউথ ওয়েলসে সরকারি ভবনের ওপর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আন্তর্জাতিক অঙ্গনে ফিল হিউজ টেস্ট ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২৬টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিসহ দেড় হাজারের বেশি রান করেন। এ ছাড়া দেশের হয়ে তিনি ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।