বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ঢাকা আসছেন সৌরভ

ঢাকা আসছেন সৌরভ 

 স্পোর্টস ডেস্কঃ   এখনও পর্যন্ত যে কাজে হাত হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চয়াত নিয়ে গিয়েছেন৷ ক্রিকেট ছাড়ার পর প্রশাসক হিসেবেও সফল৷ টিআরপি বাড়িয়েছেন ধারাভাষ্যকর কিংবা সঞ্চালক হিসেবেও৷ এমন কোনও ব্যক্তির সান্নিধ্য পেতে কেন না চায়৷ কলকাতার মতো বাংলাদেশেও অগুণিত ভক্ত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ এবার বাংলাদেশও সৌরভের ‘দাদাগিরি’ দেখতে চায়

saurav

সৌরভ নিজেও সেখানে ‘দাদাগিরি’ দেখাতে আগ্রহী৷প্রাক্তন ভারত অধিনায়ককে ব্যাটিং পরামর্শ হিসেবে আনার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের আগে তার পরামর্শ পাওয়ার কোনও সম্ভাবনা অবশ্য নেই সাকিব-আল হাসানদের।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সৌরভকে ব্যাটিং কোচ করার ব্যাপারে আশাবাদী তাঁরা৷ এ ব্যাপারে সৌরভের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে৷ তবে বিশ্বকাপের আগে সৌরভকে পাবে না বাংলাদেশ।বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ছিল ভারত৷ এবং সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তাঁর সঙ্গে বিসিবির সম্পর্ক যথেষ্ট দৃঢ়। তাঁর আমন্ত্রণেই কিছু দিন আগে ইডেন গার্ডেন্সে দেড়শ’ বছর পূর্তিতে আয়োজিত আচার্য মেমোরিয়াল ট্রফিতে অংশ নেয় বাংলাদেশের একটি দল। তাই সৌরভের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান। ‘সৌরভ যে আসবেন, এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কারণ, তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। ও নিজেও আগ্রহী, আমরাও আগ্রহী।’ বললেন নাজমুল হাসান৷গত মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে ধারাভাষ্য দিতে গিয়ে সৌরভ জানিয়েছিলেন, বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন তিনি।পরে বিসিবি জানায়, হেড কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে তিনি আগ্রহী৷ এ ব্যাপারে সৌরভ অবশ্য এখনই কোনও মন্তব্য করতে চাইলেন না৷

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone