২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে
নিজস্ব প্রতিবেদকঃ সব প্রতিকূলতা কাটিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুরুতে ১৫ আগস্ট জাতির পিতাও তার পরিবাদের সদস্যদের হত্যাকাণ্ডসহ মুক্তি যুদ্ধের বীর শহীদর প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পরে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই দেশের গণতন্ত্র অব্যাহত রয়েছে। এসময় সকল প্রতিকূলতা দূর করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাই কারণ তারা শত প্রতিকূলতার মধ্যেও ৫’ই জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছে। আমরা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করবো এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।’