চিরনিদ্রায় শায়িত হিউজ
স্পোর্টস ডেস্ক : বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীসহ সতীর্থের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ। বুধবার ধর্মীয় প্রথা অনুয়ায়ী সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য অনুষ্ঠান।
হিউজের শেষকৃত্য অনুষ্ঠানে হাজার হাজার শোকাহত মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন সতীর্থ, অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটার, বোর্ড কর্মকর্তাসহ আরও অসংখ্য গুণগ্রাহী। অনুষ্ঠানে হিউজের মরদেশ বহনে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ ছাড়া ছিলেন হিউজের বাবা ও ছোট ভাই।
মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করা হিউজের শেষকৃত্য অনুষ্ঠানের আগে হল রুমে আবেগঘন একটি বক্তব্য দিয়েছেন ক্লার্ক। কান্নাজড়িত কণ্ঠে ক্লার্ক বলেছেন, ‘চির শান্তিতে ঘুমাও আমার ছোট ভাই।’ নিজের হোমটাউন ম্যাকসভিলেতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হিউজ।
গত ২৭ নভেম্বর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস করেন হিউজ। এর দুই দিন আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার সময় বোলারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে
ভর্তি হয়েছিলেন তিনি। ১৯৮৮ সালের ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার ম্যাকসভিলিতে জন্মগ্রহণ করেছিলেন হিউজ। আর জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে।