৫-০ গোলে জয় রিয়ালের
স্পোর্টস ডেস্ক : স্পেনের কোপা দেল রেতে কর্নেয়ার বিপক্ষে গোলউৎসব করেছে রিয়াল মাদ্রিদ। কলম্বিয়ান ফরোয়ার্ড জেমস রদ্রিগেজের জোড়া গোলে তারা ৫-০ গোলে হারিয়েছে কর্নেয়াকে।
কর্নেয়ার বিপক্ষে একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেলে ও বেনজেমারা। তাতে জয় পেতে কোনো সমস্যা হয়নি রিয়ালের।জেমস রদ্রিগেজের দুরন্ত পারফর্মে তারা সহজেই হারিয়েছে কর্নেয়াকে
প্রথমার্ধেই কর্নেয়ার জালে তিনবার বল পাঠিয়েছে রিয়াল। খেলার ১৬ ও ৩৪ মিনিটে দুটি গোল করেছেন রদ্রিগেজ। আর ৩১ মিনিটে গোল করেছেন ইসকো। তবে দ্বিতীয়ার্ধে একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে রিয়াল। ৭৭ মিনিটে ওই গোলটি করেছেন লোপেজ। বাকি গোলটি আত্মঘাতী।