কলাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১০
ইন্টারন্যাশনাল ডেস্কঃ কলম্বিয়ায় বুধবার এক বিমান দুর্ঘটনায় ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছেন, বিমানের ক্রুরা এতে যান্ত্রিক ক্রটি দেখা দিয়েছে বলে তথ্য দেয়ার কয়েক মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।বুধবার কলম্বিয়ার তোলিমা প্রদেশের মারিকুয়িতা পৌর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পর বিমানের চালকরা বিমানটিকে মারিকুয়েতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এর আগেই এটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।পিএ-৩১ নাভাজো বিমানটিতে সবমিলিয়ে আট জন যাত্রী ছিলেন। বাকি দু জন পাইলট। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।কলম্বিয়ার একটি বেসরকারি পরিবহন কোম্পনির মালিকানাধীন দুই ইঞ্জিনের এই বিমানটি রাজধানী বোগোটা এবং প্রশান্ত উপকূলীয় পর্যটন কেন্দ্র বাহিয়া সোলানোর মধ্যে যাত্রী আনা নেয়ার কাজে নিযুক্ত ছিল।বুধবার দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন।