থেমে নেই বাঁচার লড়াই
একান্নবর্তী এই পরিবারের ১৬ সদস্যই কম-বেশি প্রতিবন্ধিতার শিকার। শারীরিক, মানসিক আর বাক প্রতিবন্ধিতার বাধা ডিঙিয়ে কোনোমতে উপার্জন করতে পারছেন
দুয়েকজন। কুষ্টিয়ার কুমারখালীর দিনমজুর আইয়ুব আলীর ছয় সন্তান ও নাতি-নাতনির সবাই কোন না কোনভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। অভাবের বড় সংসার, তাই পরিবারের সত্তুরোর্ধ কর্তাকে নিয়মিত বেরোতে হয় উপার্জনের চেষ্টায়।হতদরিদ্র এই মানুষগুলোর জন্য নেই সরকারি-বেসরকারি কোন সহায়তা। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের। সেই ক্ষোভের কিছুটা ঝরলো কথায়। এরপরও, চলছে বেঁচে থাকার লড়াই। প্রতিবন্ধকতাকে পেছনে ঠেলে, সামনে এগিয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা। ধরা যাক আসিফের কথাই, বিশ্বকে জয় করার স্বপ্ন যার চোখে-মুখে। শুধু আসিফই নয় তার মতো অনেকেই সফলতার চিহ্ন রেখেছেন নানা অঙ্গনে। অভাবের সংসার বাধা হয়ে দাঁড়াতে পারেনি পাপিয়ার সামনে। নিজেকে মানুষ গড়ার কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চান। প্রাথমিক সমাপনী পরীক্ষায়, সাফল্যের সিঁড়ি অতিক্রম করা এই শিক্ষার্থীর এখন অপেক্ষা জেএসসি পরীক্ষায় ভালো ফলাফলের।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, উন্নয়নশীল পৃথিবীর মোট জনসংখ্যার ১৫ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিকার শিকার। সেই হিসেবে বাংলাদেশেও প্রায় দুই কোটি প্রতিবন্ধী মানুষ রয়েছেন।