চীনা ক্রীতদাসী মোনা লিসা দা ভিঞ্চির মা !
ডেস্ক রিপোর্টঃ ইতালির এক ইতিহাসবিদ ও ঔপন্যাসিক পঞ্চদশ শতাব্দীর প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকমের্র মোনা লিসা চীনা ক্রীতদাসী এবং দ্য ভিঞ্চির মা হতে পারেন বলে এক নতুন তত্ত্ব হাজির করেছেন। তার এ নতুন তত্ত্বে অনলাইন দুনিয়া জুড়ে বিস্ময় আর অবিশ্বাসের ঝড় তুলেছে।
এই নতুন তত্ত্বের উদ্গাতা হলেন হংকং ভিত্তিক ইতালীয় ঔপন্যাসিক অ্যাঞ্জেলো প্যারাতিকো। সাউথ চায়না মর্নিং পোস্টকে তিনি বলেন, মোনা লিসার পেছনে এক চীনা নিসর্গ দৃশ্য রয়েছে এবং তার চেহারাও চীনা নাগরিকের মতোই দেখায়।
চীনের ওয়েব ব্যবহারকারীরা বুধবার তার এই নতুন তত্ত্বে বিস্ময় ও অবিশ্বাস প্রকাশ করেছেন।
প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ঝুলন্ত মোনা লিসা পোট্রেটটির মডেলের পরিচয় দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়ে আসছে। এছাড়া বহুমুখী মেধার অধিকারী শিল্পী, গণিতজ্ঞ ও উদ্ভাবক লিওনার্দো দা ভিঞ্চির মা ক্যাটেরিনা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।
প্যারাতিকো ‘লিওনার্দো দা ভিঞ্চি : ইতালির রেনেসাঁর হারিয়ে যাওয়া চীনা মনীষা’ নামে একটি বই লিখছেন। তিনি অস্ট্রীয় মনোবিজ্ঞানী ও তাত্ত্বিক সিগমন্ড ফ্রয়েড ১৯১০ সালে শিল্পীর মা মোনা লিসা চিত্রকর্মটির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন বলে যে অনুমান করেছিলেন, তা উদ্ধৃত করেন।
প্যারাতিকো সংবাদপত্রটিকে বলেন, ‘লিওনার্দোর জন্ম সাল ১৪৫২-তে লিওনার্দোর বাবার এক ধনাঢ্য খদ্দেরের ক্যাটেরিনা নামের এক ক্রীতদাসী ছিল, নথিপত্র থেকে সে হারিয়ে গেছে।’
ইতালির সঙ্গে চীনের সম্পর্কের সাক্ষ্য-প্রমাণ সামান্যই। তবে প্যারাতিকো বলেন, একটা পয়েন্ট পর্যন্ত তিনি নিশ্চিত যে দা ভিঞ্চির মা প্রাচ্য থেকে আগত ছিলেন।
তিনি বলেন, অবরোহী পদ্ধতিতে বিচার করলে আমরা তাকে প্রাচ্যের চৈনিক হিসেবে পাবো।
বুধবার দুপুর পর্যন্ত সংবাদপত্রের ওই লেখাটি ৪০ লাখের বেশি দর্শক দেখেছেন এবং এ নিয়ে এক লাখ ৬০ হাজার পোস্টিং দেয়া হয়েছে।