মেসি ও নেইমার ছাড়াই বড় জয় বার্সেলোনা
স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি ও নেইমারসহ তারকা ফুটবলারদের ছাড়াই খেলতে নেমে স্প্যানিশ কাপে বড় জয় পেয়েছে বার্সেলোনা।
বুধবার রাতে তৃতীয় সারির দল হুয়েস্কাকে ৪-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।
শেষ ষোলোতে ওঠার লড়াইয়ের প্রথম লেগের এই ম্যাচের দ্বাদশ মিনিটে দর্শনীয় ফ্রি-কিক বার্সেলোনাকে এগিয়ে নেন ইভান রাকিতিচ। চার মিনিট পরেই ব্যবধান বাড়ান চোট কাটিয়ে ফেরা আন্দ্রেস ইনিয়েস্তা।
বিরতির ছয় মিনিট আগে গোল করেন পেদ্রো। আর ম্যাচের ৭২তম মিনিটে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন রাফিনিয়া।
বুধবার আতলেতিকো মাদ্রিদ প্রথম লেগের ম্যাচে এল হসপিতালেতকে ৩-০ গোলে হারিয়েছে।
আগেই শেষ ষোলতে উঠে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। ড্র অনুযায়ী শেষ ষোলোতেই দেখা হয়ে যেতে পারে রিয়াল-আতলেতিকোর।
আর রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দলের সঙ্গে কোয়ার্টার-ফাইনালেই দেখা হয়ে যেতে পারে বার্সেলোনার।