লিবিয়ায় ঘাঁটি গেড়েছে আইএস
ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্য পেরিয়ে আফ্রিকার দেশ লিবিয়ায় ঘাঁটি গেড়েছে ইসলামিক স্টেট (আইএস)। লিবিয়ার স্থানীয় জঙ্গি সংগঠনের সহায়তায় আইএস দেশটিতে কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে বলে মার্কিন সূত্র জানিয়েছে। বুধবার আফ্রিকায় নিযুক্ত মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড রডরিগুয়েজ জানান, শত শত আইএস যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য লিবিয়ার একটি অঞ্চলে শিবির খোলা হয়েছে। তবে এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু কীভাবে এটির উন্নতি হয়, তার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে বলে জানান তিনি
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর লিবিয়ার ক্ষমতা দখলে যুদ্ধে নামে দেশটির বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী, জঙ্গি সংগঠন ও প্রতিপক্ষ রাজনৈতিক দল।
দেশটির পূর্বাঞ্চলের ক্ষমতা দখলে জঙ্গিরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এদের কয়েকটি দল নিজেদের আইএসের মিত্র হিসেবে ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই দেশটিতে আইএসের উত্থানে ভূমিকা রাখছে।
ওয়াংশিটনে জেনারেল রডরিগুয়েজ জানান, আইএস যোদ্ধারা সেখানে কতটা প্রভাব বিস্তার করেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে তাদের প্রতিষ্ঠিত শিবিরে এখন লোকজন প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট নিতে হাজির হচ্ছে। এটি বর্তমানে খুব ছোট ও কম বর্ধনশীল। এটা পরে কীভাবে কাজ করে এখন সেটা আমাদের দেখা দরকার।
তথ্যসূত্র : বিবিসি।