নাটোরে তাইজুলকে সংবর্ধনা
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ম্যাচে বিশ্ব রেকর্ড গড়া বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান তরুণ ক্রিকেটার তাইজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল
।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিভিটুস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তাইজুল তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, সবার ভালবাসায় আমি মুগ্ধ। সবাই আমার জন্য ও আমার মা-বাবার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত সোমবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ৫ম ও শেষ ম্যাচে হ্যাট্রিকসহ একাই ৪ উইকেট নিয়ে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলের জয়কে নিশ্চিত করেন তাইজুল।
Posted in: খেলা