ফেসবুককে জরিমানা
প্রযুক্তি ডেস্কঃ একজন ব্যবহারকারীর নাম পরিচয় ব্যবহার করে খোলা একটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট মুছে না ফেলায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে আর্জেন্টিনার একটি আদালত। জরিমানার অর্থ প্রতি মাসে ৫,৯০০ ডলার করে মোট ১ লাখ ৭৭ হাজার ডলার বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে মামলাটি দায়ের করেন বাদী। তিনি জানান, তাঁর নামে একটি ফেইক অ্যাকাউন্ট খুলে সেখানে নানা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করতে থাকে কেউ একজন। আর তাই তিনি ফেসবুকের কাছে কয়েকবার আবেদন জানিয়েছিলেন ফেইক অ্যাকাউন্টটি মুছে ফেলতে। কিন্তু এরপরও এটি মুছে না ফেলায় তিনি আদালতের দ্বারস্থ হন।
বাদীর আইনজীবী জানিয়েছেন, মামলার রায়ের তথ্য ইতোমধ্যেই ফেসবুকের আর্জেন্টিনা অফিস এবং যুক্তরাষ্ট্রের মূল কার্যালয়ে পাঠানো হয়েছে। ফেসবুক এই রায়ের ব্যাপারে কোন মন্তব্য করেনি।