মোদির প্রশংসায় ওবামা!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মতৎপরতা ব্যাপকভাবে প্রভাবিত করেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বুধবার ওয়াশিংনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা অকপটে স্বীকার করেছেন। মাত্র এক মাস আগেই তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘কাজ পাগলা লোক’(ম্যান অব অ্যাকশন)হিসেবে আখ্যায়িত করেছিলেন।
বুধবার ওবামা বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের ‘আমলাতান্ত্রিক নিষ্ক্রিয়তা’ কাটিয়ে তুলতে যে ব্যাপক উদ্যোগ নিয়েছেন সেটি তাকে মুগ্ধ করেছে যদিও এটি একটি দীর্ঘমেয়োদি প্রকল্প
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে ওবামা আরো বলেন,‘ভারতে আমলাতান্ত্রিক জড়তা কাটিয়ে তুলতে মোদির তৎপরতা আমাকে প্রভাবিত করেছে। কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। এতে তিনি কতটা সফল হন এখন সেটাই আমাদের দেখার বিষয়।’
যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।এর আগেও ভারতীয় প্রধানমন্ত্রীর গুণগান গেয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত মাসে মিয়ানমারে অনুষ্ঠিত পূর্ব এশিয়ার দেশগুলোর এক সম্মেলনে মোদির কর্ম তৎপরতার প্রশংসা করে তাকে ‘ম্যান অব অ্যকশন’ করেছিলেন আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ওবামা।