বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » সেরা যৌন আবেদনময়ী প্রিয়াংকা চোপড়া

সেরা যৌন আবেদনময়ী প্রিয়াংকা চোপড়া 

 বিনোদন ডেস্কঃ  এ বছর এশিয়ার সেরা যৌন আবেদনময়ী নারীদের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছেন প্রিয়াংকা চোপড়া। এর আগে ২০১২ সালের মুকুটটিও তার দখলেই ছিল। মাঝের বছরটি অবশ্য কাটরিনা কাইফ কেড়ে নেন। সমপ্রতি যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা ‘ইস্টার্ন আই’ এশিয়ার যৌন আবেদনময়ী নারীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানে প্রিয়াংকার নামটি সবার শীর্ষে দেখা যায়।

priyanka

হারানো মুকুট ফিরে পেয়ে তিনি গণমাধ্যমে বলেন, জনমতের ভিত্তিতে পাওয়া এ সম্মান সত্যিই খুব ভাললাগার। এজন্য সবার প্রতি রইল অনেক ভালবাসা। এদিকে দ্বিতীয় ও তৃতীয় সেরা যৌন আবেদনময়ী হয়েছেন ভারতের ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী দ্রাষ্টি ধামী ও সানায়া ইরানি। আর গেল বছরের মুকুট বিজয়ী কাটরিনা হয়েছেন চতুর্থ। এছাড়া গেল বছরেরই বিগবস চ্যাম্পিয়ন গওহর খান রয়েছেন পঞ্চম স্থানে। প্রিয়াংকা চোপড়া ও কাটরিনা ছাড়াও বলিউডের অন্য তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন রয়েছেন ষষ্ঠ, কারিনা কাপুর অষ্টম, সোনম কাপুর নবম, শ্রদ্ধা কাপুর ১৭তম , আলিয়া ভাট ২৪তম, অনুশকা শর্মা ৪৭তম অবস্থানে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone