ঘুষ নেয়ার অভিযোগে চীনের সাবেক নেতা আটক
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঝু ইয়ংক্যাং-কে তার দল থেকে বের করে দিয়ে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।২০১২ সাল পর্যন্ত চীনের সবচেয়ে আতংক সৃষ্টিকারীদের একজন হিসেবেই দেখা হত ঝু ইয়ংক্যাং-কে।দু’বছর আগে অবসর নেয়ার আগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা মিস্টার ঝু চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নের্তৃত্বদানকারী হিসেবে জায়গা করে নেন।তার অনেক ঘনিষ্ঠ সহচর ও পরিবারের সদস্যরা অবশ্য ইতিমধ্যেই দুর্নীতি মামলার তদন্তের মুখে পড়েছেন।মিস্টার ঝু-র বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং তার রাজনৈতিক দল ও দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস ছাড়াও, দলের শৃংখলা ভঙ্গ এবং বেশ কয়েকজন নারীর সাথে আইন-বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে এখন আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, মিস্টার ঝু-র বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে তার ক্ষমতা ধরে রাখার শক্ত ভীত গড়তে এবং তার সংস্কার প্রস্তাবের বিরোধীতাকারীদের সরিয়ে দেয়ার পথ প্রশস্ত করবে। সেইসাথে কমিউনিস্ট পার্টির ইমেজ উন্নয়নেও সহায়ক হবে।