বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অক্টোবরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অ্যান্ডি মারে ও কিম সিয়ার্স

অক্টোবরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অ্যান্ডি মারে ও কিম সিয়ার্স 

স্পোর্টস ডেস্কঃ   ২০১৫ সালের অক্টোবরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন স্কটল্যান্ডের টেনিস তারকা অ্যান্ডি মারে। পরিবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করেছেন মারের মা জর্ডি মারে।
murray

গত ২৭ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী ২৬ বছর বয়সী কিম সিয়ার্সের সাথে বাগদান সম্পন্ন করেন মারে। ওই অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে কোনো কিছু প্রাকাশ্যে জানাননি দুই পরিবারের সদস্যরা। তবে খুব বেশিদিন মুখ বন্ধ করে রাখতে পারেননি মারের পরিবার।আগামী বছরের অক্টোবরে সিয়ার্সকে বিয়ে করতে যাচ্ছেন মারে। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিররকে এ কথা নিশ্চিত করেন মারের মা জর্ডি।তিনি বলেন, ‘কিছুদিন আগে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এখন বিয়ের পালা। তাই আগামী বছরের অক্টোবরে বিয়ের করবে মারে।’বর্তমানে র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে রয়েছেন দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক মারে। উইম্বলডন ও ইউএস ওপেন একবার করে জিতলেও, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করা হয়নি ২৭ বছর বয়সী মারের।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone