অক্টোবরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অ্যান্ডি মারে ও কিম সিয়ার্স
গত ২৭ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী ২৬ বছর বয়সী কিম সিয়ার্সের সাথে বাগদান সম্পন্ন করেন মারে। ওই অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে কোনো কিছু প্রাকাশ্যে জানাননি দুই পরিবারের সদস্যরা। তবে খুব বেশিদিন মুখ বন্ধ করে রাখতে পারেননি মারের পরিবার।আগামী বছরের অক্টোবরে সিয়ার্সকে বিয়ে করতে যাচ্ছেন মারে। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিররকে এ কথা নিশ্চিত করেন মারের মা জর্ডি।তিনি বলেন, ‘কিছুদিন আগে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এখন বিয়ের পালা। তাই আগামী বছরের অক্টোবরে বিয়ের করবে মারে।’বর্তমানে র্যাংকিংয়ে ষষ্ঠস্থানে রয়েছেন দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক মারে। উইম্বলডন ও ইউএস ওপেন একবার করে জিতলেও, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করা হয়নি ২৭ বছর বয়সী মারের।