বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বার্সার রেকর্ডে ভাগ বসাতে পারে রিয়াল

বার্সার রেকর্ডে ভাগ বসাতে পারে রিয়াল 

স্পোর্টস ডেস্কঃ   ২০০৫-০৬ মৌসুম। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দায়িত্বে ছিলেন ফ্রাঙ্ক রেইকার্ড। সে সময় বার্সার তারকা খেলোয়াড় ছিলেন ব্রাজিলের রোনালদিনহো। ওই মৌসুমে তারা স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। এই দ্বিমুকুট অর্জনের পথে তারা টানা ১৮ ম্যাচ জিতে গড়েছিল জয়ের রেকর্ডও। সেই রেকর্ডটি গেল নয় বছর ধরে অক্ষত। কিন্তু আজ সেটায় ভাগ বসাতে পারে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ।  rial
২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮টি ম্যাচ জিতেছিল। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদও সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৭টি ম্যাচ জিতেছে। আজ রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবু্যুতে সেল্টা ভিগোর মুুখোমুখি হবে রিয়াল। আজকের ম্যাচে জয় পেলেই টানা ১৮ ম্যাচে জয়ের বার্সেলোনার যে রেকর্ড সেটাতে ভাগ বসাতে পারবে তারা। এর আগে রিয়ালের টানা ১৫ ম্যাচে জয়ের রেকর্ড ছিল। সেটা ইতিমধ্যে তারা ছাড়িয়েছে।
কার্লো আনচেলোত্তির রিয়ালের এমন জয়যাত্রাটা শুরু আগে অবশ্য দুটি ম্যাচে হেরেছিল। সবশেষ তারা ১৩ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার মানে। এরপর টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত তারা। শুধু অপরাজিত বললে ভুল হবে। দাপটের সঙ্গে অপরাজিত। কারণ, এই ১৭ ম্যাচে তারা ৩.৭৬ গড়ে প্রতিপক্ষের জালে ৬৪বার বল জড়িয়েছে। ৬৪ গোলের বিপরীতে তারা হজম করেছে ৯টি গোল।
কোপা ডেল রের ম্যাচে রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়া হয়েছিল। আজ তিনি মাঠে নামবেন। পর্তুগীজ এই তারকা রিয়ালের হয়ে লা লিগার ১২ ম্যাচে মাঠে নেমে করেছেন রেকর্ড ২০ গোল। ঘরের মাঠে খেলা। তার উপর পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে লস ব্লাঙ্কোসরা। সব মিলিয়ে জয়ের পাল্লা রিয়ালের দিকেই ভারী। ম্যাচে কোনো অঘটন না ঘটলে জয়টা রিয়ালেরই হতে পারে। আর সেটা হলেও বার্সার রেকর্ডের পাশে রিয়ালের নামটাও আজ যুক্ত হয়ে যাবে।

 

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone