বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দুই পথচারী আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই কার্যালয়ের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় লোকজন ভয়ে পালাতে থাকে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কার্যালয়ের আশপাশে থাকা মানুষ। এ ঘটনায় দুই পথচারী সামান্য আহত হন
ককটেল বিস্ফোরণের পরই পুলিশ সদস্যরা নড়েচড়ে বসেন এবং কোথায় থেকে কে এই ককটেল নিক্ষেপ করলো তা খোঁজার চেষ্টা করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।
Posted in: জাতীয়