বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিবিধ » সরকারকে সাধুবাদ বিএনপির

সরকারকে সাধুবাদ বিএনপির 

নিজস্ব প্রতিবেদকঃ  ভারতের সঙ্গে স্থল ও সীমান্ত চুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে, সার্কে যে চুক্তি হয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সাধুবাদ জানান। গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

fakrul

‘দেশে নব্য স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে’ মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের ভেতরে আবদ্ধ করে দেশকে ক্রমেই এক দলীয় শাসনের ভয়াবহ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। এই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগ এবং বর্তমানে বেআইনী ও অনৈতিকভাবে ক্ষমতাদখলকারী বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘বিগত ৫ বছরে তারা সংবিধান কাটাছেড়া করে তাতে একদলীয় শাসনের নতুন মোড়ক দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। পার্লামেন্টকে এক দলীয় পার্লামেন্টে পরিণত করেছে। গণমাধ্যমকে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথে পরিণত করেছে। আইনের শাসনকে দলীয় শাসনে পরিণত করেছে। অর্থনীতিকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। মামলা অপহরণ,খুন, গুম, তার সব রেকর্ড ভঙ্গ করে জাতিকে চরম হতাশা, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার অন্ধকার গহ্বরে নিক্ষেপ করেছে।’

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গতকাল শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তার চিরাচরিত ভাষায় দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি রুচিহীন ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন। মিথ্যাচার করেছেন। তার এ বক্তব্য ছিল তিনবারের প্রধানমন্ত্রী, সংসদে দুইবারের বিরোধী দলীয় নেত্রীর প্রতি ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তার বক্তব্য ছিল একেবারে রুচিবিবর্জিত।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone