শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা শিকার শাহনূরের
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা শিকার করেছেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য শাহনূর। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন শাহনূর।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে শাহনূরকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। পরে তাকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। গতকাল শনিবার শাহনূরকে আসামের কামরূপ আদালতে তোলা হলে, আদালত ১৪ দিনের পুলিশি রিমান্ড দেয়
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শাহনূর বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গুরুত্বপূর্ণ সদস্য। বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। বর্ধমানে বোমা বিস্ফোরণের পর এনআইএ ১১জনের তালিকা তৈরি করে। সেই তালিকায় ছিলেন ‘পল্লী চিকিৎসক’ নামে পরিচিত শাহনূর। শাহনূরকে ধরিয়ে দেয়ার জন্যে পাঁচ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিলো।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অভ্যুত্থানের মাধ্যমে ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ গড়ার ষড়যন্ত্র করেছিলো জেএমবি। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে বিস্তারিত জানিয়ে চিঠি দেবে বলেও জানিয়েছে এনআইএ।