টি-টুয়েন্টি অলরাউন্ডার প্রথম সাকিব
স্পোর্টস ডেস্কঃ আইসিসির সর্বশেষ টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথম স্থান দখল করেছেন বাংলাদেশের ক্রিকেটার
আল হাসান। টেস্ট অলরাউন্ডারের তালিকায়ও প্রথম স্থানে আছেন সাকিব।
টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এসেছেন সাকিব। সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিনি ৩৬৪ রেটিং পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। ৩২৭ রেটিং পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
উল্লেখ্য যে, আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়েও ৩৯৮ রেটিং পয়েন্ট পেয়ে সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থানটা পুনরুদ্ধার করেছেন সাকিব। ৩৫৭ পয়েন্ট পেয়ে দুইয়ে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
এদিকে ওডিআই অলরাউন্ডারের তালিকায় ৪০৩ রেটিং পেয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। ৪২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।