বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর 

নিজস্ব প্রতিবেদকঃ  ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় দায়ের করা মামলায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন আদালত।ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে রবিবার তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জামিনের আবেদন করেন।এর আগে গত ৩০ নভেম্বর মামলাটির বিচার শুরুর জন্য মেট্রোপলিটন latif

ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে বদলির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা। একইসঙ্গে রবিবার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন তিনি।গত ২৫ নভেম্বর এ মামলায়ই রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ সিদ্দিকী। দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।তার এসব মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় পুরো দেশজুড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা হয় মোট ১৮টি মামলা। এসব মামলার মধ্যে ঢাকার ৭টিসহ মোট ১১টিতে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। ওইদিনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর ২৩ নভেম্বর রাতে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। রাত আটটা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই আত্মগোপনে চলে যান তিনি।তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় তা পবিত্র ইসলাম ধর্মের ওপর সরাসরি আঘাত এবং জয়কে নিয়ে কটূক্তি করায় এ্যাডভোকেট আবেদ রেজা ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone