বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাগুপিট

ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাগুপিট 

ডেস্ক রিপোর্ট : ফিলিপাইনের পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হাগুপিট। এর  প্রভাবে গাছপালা ও বিদ্যুৎ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকায় শক্তিশালী সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছেপ্রবল ঝড়ে টাকলোবান শহরের বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে গেছে। উপকূলীয় এলাকার প্রায় ৫ লাখ লোক নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, দক্ষিণের লুজন আইল্যান্ডের বাসিন্দাদের প্রত্যেকে রাস্তায় নেমে এসেছে ও নিরাপদ আশ্রয়ে চলে গেছে।হাগুপিট (স্থানীয়ভাবে রুবি নামে পরিচিত) ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটিতে ১৭৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। তবে পূর্বাঞ্চলের সামার প্রদেশে এ বাতাসের বেগhagupit

খানিক বেশি, ২৩০ কিলোমিটার। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অনেক এলাকায় ফোন লাইন বন্ধ রয়েছে।ফিলিপাইনের একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কারেন ভ্যান ডার হর ঝড়ে ক্ষতিগ্রস্ত টাকলোবানকে ভূতের শহর হিসেবে বর্ণনা করেছেন। টাকলোবান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইউনিসেফের কার্যালয়।সংস্থার ফিলিপাইন প্রধান মাওলিদ ওয়ারফা রোববার সকালে বলেন, ‘প্রবল বৃষ্টিপাতের ফলে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার পাঁচতলা ভবনে একরকম ভূতুরে অবস্থা তৈরি হয়েছে। মোম জ্বালিয়ে কাজ করা হচ্ছে। জেনারেটর থাকলেও প্রবল বৃষ্টিপাতের কারণে সেটা ব্যবহার করা যাচ্ছে না। বেশ দুর্যোগের মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচাতে বেশ কয়েকটি আশ্রয় শিবির খোলা হয়েছে। উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশ্রয় শিবিরগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ শুরু হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, গতবছরের ঝড় হাইয়ানের মতো শক্তিশালী নয় হাগুপিট। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে দেশটিতে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হাগুপিটের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নেহায়েত কম নয়। গাছপালা উপড়ে রাস্তায় পড়ে রয়েছে।ফিলিপাইনের আলবেই প্রদেশের গভর্নর জয়ই সালসিদা বিবিসিকে বলেন, ‘হাইয়ান থেকে শিক্ষা নিয়ে নতুন এ ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণহানি যাতে না হয় সে লক্ষ্যে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা।’

 

 

তথ্যসূত্র : বিবিসি।

 

– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=80982#sthash.IU2rjLRB.dpuf

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone