আরেকটি জয় আতলেতিকো মাদ্রিদ
স্পোর্টস ডেস্কঃ লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেকটি জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় এলচেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।আর এই জয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিয়েগো সিমেওনের দল।
১৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট হলো ৩২।তৃতীয় স্থানে নেমে যাওয়া বার্সেলোনা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে, ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। রোববার এসপানিওলের বিপক্ষে খেলবে লিওনেল মেসি-নেইমাররা।লিগে আতলেতিকোর এটা টানা তিনটি এবং মোট দশম জয়। গত দুই ম্যাচে দেপোর্তিভো লা করুনা ও মালাগাকে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।শনিবার প্রতিপক্ষের মাঠে ষষ্ঠদশ মিনিটে হোসে মারিয়া হিমেনেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। তুরস্কের মিডফিল্ডার আর্দা তুরানের পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান উরুগুয়ের এই ডিফেন্ডার।বিরতির পর অষ্টম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মারিও মানজুকিচ। স্পেনের মিডফিল্ডার গাবির লম্বা পাস পেয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।