২৩তম হ্যাট্রিকে রোনালোদো ও রিয়ালের রেকর্ড
স্পোর্টস ডেস্কঃ লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলের সেরা তারকার ইতিহাস গড়ার দিনে অনন্য কীর্তি গড়েছে ক্লাব রিয়াল মাদ্রিদও। সেল্তা ভিগোকে হারিয়ে স্পেনের কোনো দলের টানা জয়ের রেকর্ড ছুঁয়েছে কার্লো আনচেলত্তির দল।রোনালদোর হ্যাটট্রিকে সেল্তাকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের সফলতম দল রিয়ালস্পেনের শীর্ষ লিগে রোনালদোর এটা ২৩তম হ্যাটট্রিক। ভেঙে দিয়েছেন আলফ্রেদো দি স্তেফানো ও তেলমো সাররার ২২ হ্যাটট্রিকের রেকর্ড।আর সব
প্রতিযোগিতা মিলে রিয়ালের এটা টানা ১৮তম জয়। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনা সমান সংখ্যক ম্যাচ জয়ের রেকর্ডটা গড়েছিল।শনিবার রাতের এই জোড়া রেকর্ডের ম্যাচে দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। টনি ক্রুসের কর্নারে ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ হেড সেল্তার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান সের্হিও রামোস। কিন্তু গোললাইনের খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট্র শট নেন স্পেনের এই ডিফেন্ডার।দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের আক্রমণভাগকে অবশ্য বেশিক্ষণ আটকে রাখতে পারেনি সেল্তার রক্ষণ। ৩৬তম মিনিটে রোনালদোর পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় স্পেনের সফলতম দলটি।বল পায়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়া রোনালদোকে স্পেনের ডিফেন্ডার জনি পেছন থেকে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেল্তার ওই খেলোয়াড়কে হলুদ কার্ডও দেখান রেফারি।দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে রিয়াল। ৬৫তম মিনিটে রোনালদোর নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে তারা।জার্মানির মিডফিল্ডার ক্রুসের বাড়ানো বল ঠেকাতে সেল্তার এক খেলোয়াড় হেড করেছিলেন। কিন্তু বল পেয়ে যান গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ডি বক্সের মধ্যে থেকে ভলি করে বল জালে পাঠাতে ভুল করেননি রিয়ালের সবচেয়ে বড় এই তারকাআর ৮১তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর পাস পেয়ে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।এই আসরে রোনালদোর গোল বেড়ে হলো ২৩। আর দুইবারের ফিফা বর্ষসেরা এই তারকার লা লিগায় করা মোট গোল সংখ্যা হলো ২০০।দারুণ এই জয়ে লিগে রিয়ালের শীর্ষস্থান আরো মজবুত হয়েছে; ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।