নিষিদ্ধ হাফিজ!
স্পোর্টস ডেস্কঃ আজমলের পর এবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। বায়োমেকানিক টেস্টে ত্রুটি ধরা পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি
।
আইসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্বাধীন এক বিশ্লেষণ শেষে হাফিজের বোলিংয়ে ত্রুটি খুঁজে পেয়েছে। পাকিস্তানের এই অফস্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।’
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার গত মাসে আইসিসির ল্যাবরেটরিতে পরীক্ষা দিতে যান। দুবাইতে নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্টে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে সিদ্ধান্ত দেন আম্পায়াররা।
হাফিজ নিষেধাজ্ঞায় পড়তে পারেন এটা জেনেও আগামী বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের দলে তার নাম রেখেছে পাকিস্তানি নির্বাচকরা। এই তালিকায় নাম আছে আরেক নিষিদ্ধ স্পিনার সাঈদ আজমলেরও।