মাঠে ফিরছেন অ্যাবট?
স্পোর্টস ডেস্কঃ অকাল প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজকে বাউন্সার দেয়া পেসার শন অ্যাবটকে নিয়ে ক্রিকেট দুনিয়া শঙ্কায় ছিল-মানসিক ভারসাম্যহীনতায় ভুগবেন না তো তিনি? কিন্তু সেই শঙ্কা আপাতত উবে যাচ্ছে বলেই মনে হচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কাল ঘরোয়া লিগের ম্যাচে খেলতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলস মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে ১২ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে অ্যাবটের নাম আছে।
অ্যাবট গত সপ্তায় হিউজের শেষকৃত্যে যোগ দেন। সেখানে অনেকেই তাকে ক্রিকেটে ফিরতে সাহস যোগান।এদিকে অ্যাবটের ক্রিকেটে ফেরার কথা শুনে উচ্ছ্বাস প্রকাশ করছে পুরো ক্রিকেট দুনিয়া।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, ‘ব্রিলিয়ান্ট নিউজ…শেন, তোমার পেছনে সমস্ত ক্রিকেট পরিবার আছে।’
Posted in: খেলা