ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৪ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদকঃ পল্টন থানার নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন আবারও পিছিয়েছে আদালত। পরবর্তী শুনানির তারিখ ২৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে।সোমবার ঢাকা মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ বিএনপির একটি মিছিল দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মগবাজারের দিকে যাওয়ার সময় গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্টন থানায় ১টি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ। পরে গত বছরের ২৪ ডিসেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
Posted in: জাতীয়