নেপালে বাস খাদে পড়ে নিহত ১৭
ইন্টারন্যাশনাল ডেস্কঃ নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।রোববার রাতে রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে একটি সংকীর্ণ পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা কেশ
বাহাদুর শাহি জানান, পোখারাকাদা জেলার কাছাকাছি বাসটি সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে বাসটি দুই হাজার ফুট নিচে খাদে পড়ে যায়।অতিরিক্ত যাত্রী বহন করায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ৩৮ আসন বিশিষ্ট বাসটিতে ৬৭ জন যাত্রী ছিলেন।উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু ঘটে।